দুর্গাপুর: এসবিএসটিসি বাসের ভিতরেই চলছে মা ক্যান্টিন, ৫ টাকায় মিলছে ডিম-ভাত! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে গেলেই দেখা যাবে এই দৃশ্য। বাসের সামনের কাঁচে রুটের জায়গায় লেখা ‘মা ক্যান্টিন’। বাসের ভিতরে চেয়ার টেবিলের মতো করে বসে খাওয়ার ব্যবস্থা। সরকারি বাস এভাবে ব্যবহার হচ্ছে দেখে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। যদিও এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল উল্টে কটাক্ষ করেছেন বিরোধীদেরই।
গত বছর সেপ্টেম্বরে দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে বাসস্ট্যান্ড দুঃস্থদের দুপুরে মাত্র ৫টাকার বিনিময়ে আহার দেওয়া জন্য চালু হয় মা ক্যান্টিন। খাবার নেওয়ার পরে খেতে বসার কোনও জায়গা ছিল না। পুর নিগমের পক্ষ থেকে এসবিএসটিসি কর্তৃপক্ষের কাছে একটি মেয়াদ পেরোনো বাস দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। এগিয়ে আসে এসবিসিএসটিসি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বাস পাওয়ার পরে বাসের সিটগুলির পরিবর্তন করে নেওয়া হয়। চেযার-টেবিলের মতো করে নেওয়া হয়। একসঙ্গে মোট প্রায় ২৪ জন সেখানে বসে খেতে পারেন। এভাবেই চলছে সরকারি বাসের ভেতর দুর্গাপুর নগর নিগমের মা ক্যান্টিন। রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রীনা মন্ডল দাবি করেন, “বাসটি আসার পরে খুব সুবিধা হয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সময় বাসের ভেতর বসে শান্তিতে খেতে পারছে মানুষজন।”
সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন,”সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসবিএসটিসি বাসগুলি। সেখান থেকে মাসোহারা তুলেছেন তৃণমূল নেতারা। এখানে আবার একটি বাসকে মা ক্যান্টিন করে নষ্ট করা হয়েছে।” বিরোধীদের জানা উচিত, বাসের আয়ু শেষ হয়ে যায় ১৫বছর পর। তেমন একটি বাসও মানুষকে পরিষেবা দিচ্ছে অন্য ভাবে। দাবি করেন এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল। তিনি বলেন,”দুর্গাপুর নগর নিগম থেকে একটি পরিত্যক্ত বাসের জন্য আর্জি জানানো হয়েছিল। আমরা বাস দিয়েছি। সেই বাসের ভিতর মা ক্যান্টিন চলছে। বাসের ভিতর খেতে সুবিধা হচ্ছে মানুষজনের।” একই কথা জানিয়েছেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি-ও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।