দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জানুয়ারি ২০২৪: বীরভূমের জয়দেব মেলায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড হয়ে হাজার হাজার পূণ্যার্থী যাতায়াত করেন। এখান থেকেই সরাসরি জয়দেবের বাস ছাড়ে। সেই বাসে তাঁরা মেলায় যান। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বহু মানুষ জয়দেব যান দুর্গাপুর হয়ে। আবার ঝাড়খন্ড, বিহার থেকে বহু মানুষ ট্রেনে আসেন দুর্গাপুরে। এরপর এখান থেকে বাস ধরে জয়দেবে যান।
এত মানুষের যাতায়াতের পথে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেজন্য দুর্গাপুর ৩নম্বর ব্লক আইএনটিটিইউসির পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছে। পূণ্যার্থীদের বাসে চড়িয়ে দিচ্ছেন তাঁরা। ভিড় নিয়ন্ত্রণ করছেন। মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। এদিনই পুরসভার উদ্যোগে সেখানে একটি ‘মা ক্যান্টিন’ এর উদ্বোধন করেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনদিন ধরে পূণ্যার্থীরা সেখানে ৫টাকার বিনিময়ে খাবার পাবেন বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।