‘ও লাভলি’ নিয়ে দুর্গাপুরে হাজির মদন মিত্র, এ কী বললেন তিনি?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট ২০২৩: ‘ও লাভলি’ (Oh! Lovely) নিয়ে সোমবার দুর্গাপুরে (Durgapur) হাজির মদন মিত্র (Madan Mitra)। জমিয়ে দিলেন জংশন মল। প্রাণ খুলে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। সিনেমার টিকিট বুক করার আহ্বান জানালেন। আর জানালেন, রাজনীতিকরাই বড় অভিনেতা!
কী বললেন মদন মিত্র? তিনি বললেন, ‘‘আমরা যাঁরা রাজনীতি করি, আমাদের অভিনয়ের গ্রুমিং লাগে না। যাঁরা অনেকদিন ধরে রাজনীতি করেছে, তারা এত ভাল অভিনয় করতে পারে, অনেক অভিনেতা তেমন পারবে না। আমি আমার কথা বলছি। বাকিদের কথা বলব না। আমি রাজনীতি করতে গিয়ে দারুণ অভিনয় শিখে গিয়েছি। যেটা হ্যাঁ সেটা বলব, না। যেটা হ্যাঁ, সেটায় না বলব। যা বলব সেটা করব না। তবে, তারপরেও মানুষ আমাকে ভরসা করে। এটা ঈশ্বরের আশীর্বাদ।