মণিপুর নিয়ে দুর্গাপুরে মহিলা কংগ্রেসের রাস্তা অবরোধ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমান জেলা (Paschim Bardhaman) মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ দুর্গাপুরের সিটি সেন্টারে মণিপুরে জাতি দাঙ্গা ও মহিলাদের উপর অকথ্য নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না সহ জেলার বিভিন্ন ব্লকের মহিলা নেতৃত্ব।
মেঘনা মান্না মণিপুরে দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তি ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন ও রাজ্য সরকারকে বরখাস্তের দাবি তোলেন। এছাড়া মহিলা নেত্রী সুমনা গুহ, সোশ্যাল মিডিয়ার গোপা মুখার্জী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগানকে তীব্র কটাক্ষ করেন। এরপর কিছুক্ষণ রাস্তায় বসে অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।