দুর্গাপুর: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে রাজ্য জুড়ে সোমবার মানববন্ধন কর্মসূচী পালন করে মহিলা তৃণমূল। দুর্গাপুরে নগর নিগমের সামনে এই কর্মসূচীতে রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে মহিলা তৃণমূল কর্মীরা ‘আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’ স্লোগান দেন। উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, প্রাক্তন মহিলা কাউন্সিলররা সহ অন্যান্যরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কর্মসূচীর নেতৃত্ব দেন জেলা মহিলা তৃণমূল সভাপতি অসীমা চক্রবর্তী। তিনি জানান, দুর্গাপুরের মতোই আসানসোলেও এই কর্মসূচী নেওয়া হয়েছে। মহিলারা একজোট হয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বয়ংসিদ্ধার মতো প্রকল্পের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নে অনন্য নজির গড়েছেন। আমরা তাঁকে কৃতজ্ঞতা জানাতে এই কর্মসূচী নিয়েছি। এছাড়া আরজি কর কান্ডের দ্রুত বিচারের এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।