দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ ফেব্রুয়ারি ২০২৪: আজ থেকে প্রায় ২৬ বছর আগে হিমাচল প্রদেশে খুনের দায়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে পুলিশ গ্রেফতার করল মূল অভিযুক্ত গঙ্গা সাগরকে। পুলিশ জানিয়েছে, ১৯৯৭ সালে হিমাচল প্রদেশের তালাই থানা এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। অভিযুক্ত গঙ্গা সাগর তারপর থেকেই পলাতক ছিল।
হিমাচল ছেড়ে সে দুর্গাপুরের কমলপুরে চলে আসে। কমলপুরের একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দেয়। হিমাচল প্রদেশ থানার পুলিশ তদন্ত করতে করতে তার হদিস পায়। শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হিমাচল প্রদেশের পুলিশ কমলপুর থেকে গ্রেফতার করে গঙ্গা সাগরকে। রবিবার দুর্গাপুর আদালতের মাধ্যমে ধৃতকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে হিমাচল প্রদেশ নিয়ে যায় সেখানকার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।