দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ মার্চ ২০২৪: দোল আসছে। রঙের উৎসব। ব্য়বহার করুন ভেষজ আবির। পরিবেশ ও স্বাস্থ্যের কথা ভেবে। বাড়িতে বসেই খুব সহজে ভেষজ আবির তৈরি করে নেওয়া যেতে পারে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আচার্য্য সত্যেন্দ্রনাথ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচঅন ফাউন্ডেশন এর সহযোগিতায় হাতে কলমে ভেষজ আবির তৈরির কর্মশালার আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিধাননগর সেক্টর ২বি এলাকায় বিক্রমাদিত্য সরণীতে নবতরুণ সংঘে কর্মশালাটি হয়। প্রশিক্ষক ছিলেন গৃহবধূ ও বিজ্ঞানকর্মী মিঠু চক্রবর্তী ও সুদীপ্তা চৌধুরী। এলাকার প্রায় ২৭ জন অংশ নেন কর্মশালায়। হলুদ গাদা ফুল, বীট ও পালং শাক, সবজি ব্যবহার করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ, বিজ্ঞান সংগঠক দেবব্রত চৌধুরী ও সজল বসু, প্রযুক্তিবিদ পিনাকি কর্মকার, নবতরুণ সংঘের প্রদীপ ব্যানার্জি প্রমুখ। বিধাননগর ডিডিএ মার্কেটে জীবনদান ভবনে নানা রঙের এই ভেষজ আবির পাওয়া যাবে। দাম ১০০ গ্রামের প্যাকেট ৩০টাকা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।