ফের ভিন রাজ্যে মালদহের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ আগস্ট ২০২৩: ফের ভিন রাজ্যে মালদহের (Maldah) পরিযায়ী শ্রমিকের মৃত্যু। অসমে রেলের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল ছোটু মোমিনের (২১)। মাত্র দু’মাস আগে কাজ করতে গিয়েছিল মালদহের ইংরেজবাজারের নঘরিয়া এলাকার বাসিন্দা ছোটু। জোড়হাটের তিতাবর এলাকায় রেলের ঠিকা শ্রমিকের কাজ করত।
সোমবার রাতে বাড়িতে মৃত্যুর খবর আসে। পৌঁছয় পরিবারে। ছোটুর বউদি আমিনুর বিবি জানান, দেওর টাওয়ার থেকে রেললাইনে পড়ে মারা গিয়েছে, এমনই শুনেছেন তাঁরা। অসম থেকে ছোটুর দেহ আজই মালদহে ফেরানো হতে পারে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।