গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন মমতা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ মে ২০২৩: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন। তিনি বলেন, দলে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। পঞ্চায়েত ভোটে যে দলের প্রতীক পাবে, তাঁকেই যেন সকলে মিলে সমর্থন করেন। তিনি বলেন, বিধায়ক, ব্লক সভাপতি, জেলা পরিষদ সদস্যের আলাদা মত হচ্ছে। সমস্ত ঝামেলা মিটিয়ে সামনে চলার বার্তা দেন তিনি। একই সাথে তিনি বলেন, তৃণমূলে দ্বন্দ্ব না থাকলে কেউ এই দলকে পরাস্ত করতে পারবে না।