September 29, 2023

যে ছাগলকে বলি দেওয়া হল সেই ছাগলের চোখই ডেকে আনল একজনের মৃত্যু, কীভাবে?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুলাই ২০২৩: যে ছাগলকে বলি দেওয়া হল সেই ছাগলের চোখই ডেকে আনল একজনের মৃত্যু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। সুরজপুর জেলার মদনপুর গ্রামের বাসিন্দা বগর সাই নামে এক ব্যক্তি ঈশ্বরের কাছে রাখা মানত পূরণ করতে মন্দিরে গিয়ে নিজের হাতে ছাগল বলি দেন।

সেই ছাগলের মাংস রান্না করে পরিবেশন করা হয় সবাইকে। বগর সাইয়ের পাতেও পড়ে মাংস। মুখে পুড়ে দেন মাংসের একটি টুকরো। কিন্তু বুঝতে পারেননি আসলে সেটি ছিল ওই ছাগলের চোখ। সেটি গলায় আটকে যায়। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: