September 26, 2023

Durgapur. মোবাইল চুরির অভিযোগে বেধড়ক মারধর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ আগস্ট ২০২৩: মোবাইল চুরির অভিযোগে বেধড়ক মারধর করা হল একজনকে। রক্তাক্ত অবস্থায় তাকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে পুলিশ। স্থানীয়দের দাবি, হাট চলাকালীন ব্যস্ততার সুযোগে একজনের মোবাইল চুরি করে পালাচ্ছিল সে। সেই সময় তাকে আশপাশের লোকজন ধরে ফেলে এবং মোবাইলটি উদ্ধার হয়।

পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বনকাটি এলাকায় রবিবার হাট চলছিল। সেখানেই ঘটনাটি ঘটে। উত্তেজনার বসে কয়েকজন তাকে মারধর শুরু করে। বাকিরা তাকে ছাড়িয়ে নিয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। জানা গিয়েছে, তার নাম চন্দন ভুঁইয়া। বাড়ি আসানসোলের নিয়ামতপুরে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: