বউকে নিয়ে পালিয়েছিল বন্ধু, ফিরতেই গলায় হাঁসুয়ার কোপ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জুলাই ২০২৩: বউকে নিয়ে পালিয়েছিল বন্ধু। ফিরতেই গলায় হাঁসুয়ার কোপ। হুগলির (Hooghly) চন্দননগরের (Chandannagar) নাড়ুয়ার ঘটনা। জানা গিয়েছে, বিবাহিত বিশ্বজিৎ মণ্ডল (৪০) বিবাহ বহির্ভূত সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়ে পড়ে বন্ধু জগদীশ্বরের স্ত্রীর সঙ্গে। দু’জনে পালিয়ে যায়। যদিও মাস তিনেক পরে ফের বাড়ি ফিরে আসে তারা।
বিশ্বজিতের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে জগদীশ্বর। রবিবার বিকালে মোটর ভ্যান চালিয়ে ভদ্রেশ্বর সুভাষপল্লি থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিল বিশ্বজিৎ। অভিযোগ, তখনই বিশ্বজিতের গলায় হাঁসুয়ার কোপ (Murder) বসিয়ে দেয় জগদীশ্বর। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জগদীশ্বরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।