দুর্গাপুর দর্পণ, লাউদোহা, ৩০ জুলাই ২০২৪: ছেলে ধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে সম্প্রতি। এরপরেই মুখ্যমন্ত্রী অবিলম্বে এই প্রবণতা রুখতে কড়া নির্দেশ দেন। তা সত্বেও ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছেই। মঙ্গলবার ফের তেমন ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার নবঘনপুর গ্রামে। পুলিশ গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।
জানা গিয়েছে, গ্রামের পাশে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তাড়া করেন স্থানীয় মানুষজন। ভয় পেয়ে ওই ব্যক্তি দৌড় শুরু করে দেন। গ্রামবাসীরা তাড়া করে সেই ব্যক্তিকে নবঘনপুর গ্রামের কাছে এসে ধরে ফেলেন। তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। শুরু হয় ব্যাপক মারধর। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ফরিদপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম কিশন পাহাড়ি। বাড়ি অন্ডালের শঙ্করপুর ৭ নম্বর এলাকার বাসিন্দা। বয়স আনুমানিক ৪০ বছর। মানসিক ভারসাম্যহীন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অভিযোগ, ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকে চরম বেগ পেতে হয়। পুলিশের সামনেই চলতে থাকে মারধর। তাঁকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে পুলিশ এবং বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হন বলে জানা গিয়েছে। পুলিশ কোনও রকমে তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।