দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় আম পেড়ে নিতে হয়েছে অনেক আগে। আম চাষিরা ভেবেছিলেন, জামাই ষষ্ঠীর বাজারে লাভ করবেন। কিন্তু তা না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে তাঁরা। পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) পূর্বস্থলী দু’নম্বর ব্লকের অধিকাংশ বাগান থেকে কাঁচা আম পেড়ে নিয়েছেন চাষিরা।
এমনিতেই এবার অধিকাংশ গাছে আম আসেনি। সামান্য যা এসেছিল তা জামাইষষ্ঠীর সময় বাজারে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন চাষিরা। হিমসাগর, ল্যাংড়া, মধু কুলকুলি, ফজলি, গোলাপ খাস, চন্দ্রমল্লিকা সহ প্রায় ৩০ টি প্রজাতির আমের চাষ হয় এখানে। এবার ফলন কম হওয়ার এমনিতেই মাথায় হাত চাষিদের। তার মধ্যে আগাম আম পেড়ে নেওয়ায় আরও বিপাকে পড়তে হয়েছে চাষিদের।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।