You are currently viewing দুর্গাপুরে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গুর জীবানু ধরা পড়েছে

দুর্গাপুরে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গুর জীবানু ধরা পড়েছে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গুর (Dengue) জীবানু ধরা পড়েছে। ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় বৃহস্পতিবার পুরসভার তরফে ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে পরীক্ষায় ১৪ জনের শরীরে ডেঙ্গুর জীবানু মিলেছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি।

স্থানীয় বাসিন্দা কল্পনা হেমব্রম জানিয়েছেন, তাঁদের বাড়ির একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জুলাই থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। কাশীরাম মুর্মু নামে এক ব্যক্তি জানান, তাঁর ছেলে প্রবল জ্বরে আক্রান্ত। এলাকার অনেকেই জ্বরে ভুগছে। বৃহস্পতিবার পুরসভার মেডিক্যাল টিম পলাশডিহায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 


Leave a Reply