October 3, 2023

খাবার নিয়ে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জুন ২০২৩: খাবার নিয়ে ধুন্ধুমার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে। শুক্রবার রোগীরা একযোগে লিখিত অভিযোগ জানালেন জেলাশাসক, মহকুমাশাসক, খাদ্য দফতর, হাসপাতাল সুপারের কাছে। তাঁদের অভিযোগ, খাবারের মান খুব খারাপ। মুখে দেওয়ার অযোগ্য। খাবার দেওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই। যেদিন যখন ইচ্ছা, তখন খাবার দেওয়া হয় তাঁদের। হাসপাতাল সুপার ধীমান মন্ডল দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিন রোগীরা সংবাদমাধ্যমকে হাসপাতালে ডেকে পাঠান। বেগতিক দেখে রান্নাঘরের কর্মীরা নাকী এদিন রোগীদের ভাতের পরিমাণ বাড়িয়ে দেন। সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন রোগীরা। তাঁদেরই একজন বলেন, ‘‘আজ সাংবাদিকদের দেখে বেশি করে ভাত দিয়েছে। গতকাল ঠিক এর অর্ধেক দিয়েছিল।’’ আর একজন রোগী বলেন, ‘‘তরকারিতে নুন কম, চড়া হলুদের গন্ধ। পাতলা জলের মতো ডাল। ছোট্ট মাছের পিস। খেতে না পেরে প্রায় সবাই ভাত ফেলে দেয়।’’

রোগীরা আরও দাবি করেন, দুপুরে যেখানে সাড়ে ১২টার মধ্যে খাবার দেওয়ার নিয়ম সেখানে এক এক দিন দেড়টা, দুটো বেজে যায়। আবার রাতে তাড়াহুড়ো করে আটটার বদলে সাড়ে সাতটাতেই খাবার দিয়ে দেওয়া হয় এক একদিন। কবে রোগীদের কী খাবার দেওয়া হবে সেই তালিকা সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তাঁরা জানতেও পারেন না, তাঁদের জন্য কী খাবার বরাদ্দ রয়েছে। তাঁরা বলেন, ‘‘রোগীদের চরম ভাবে বঞ্চিত করা হচ্ছে।’’

হাসপাতাল সুপার ধীমান মন্ডল জানিয়েছেন, হাসপাতালে মেগা কিচেন চালু হওয়ার পর থেকে সময়ে খাবার দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে তিনি খাবার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে কথা বলেছেন যাতে সমস্যা মেটানো যায়। খাবারের মান মাঝে মাঝেই পরীক্ষা করা হয় বলেও জানান তিনি। ফের তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!