দুর্গাপুর দর্পণ, ৩০ মে ২০২৪: পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা (Jagannath Chandan Jatra Festival) উপলক্ষে বুধবার রাতে নরেন্দ্র পুষ্করিণী এলাকায় জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। অনেকে বাজি পোড়াচ্ছিলেন। আগুনের ফুলকি ছিটকে আচমকা বাজির স্তূপে আগুন ধরে যায়। বাজি ফাটতে শুরু করে। ঝলসে যান বহু পুণ্যার্থী। অন্তত ২৫ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now