You are currently viewing সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে কাঁপল রাজ্যের বহু জায়গা

সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে কাঁপল রাজ্যের বহু জায়গা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ অক্টোবর ২০২৩: সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে কাঁপল রাজ্যের বহু জায়গা। প্রায় সারা রাজ্যেই বিশেষ করে বহুতলে থাকা বাসিন্দারা ভূমিকম্প টের পান। রাজ্যের উত্তরাংশে কম্পন বেশি অনুভূত হয়। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরেও বহুতলগুলিতে সামান্য কম্পন অনুভূত হয়। অনেকেই আতঙ্কে নেমে চলে আসেন।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। উত্তরপূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ে বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply