September 28, 2023

কাল থেকে এক মাস ধরে হাওড়া-বর্ধমান শাখায় বহু ট্রেন চলবে না

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ জুলাই ২০২৩: কাল বৃহস্পতিবার থেকে এক মাস ধরে হাওড়া-বর্ধমান (Howrah Barddhaman) শাখায় বহু ট্রেন বাতিল (Train cancelled) করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, ব্যান্ডেল-শক্তিগড় শাখায় রোড ওভারব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লকের দরুণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত এক মাস ধরে এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে।

এই সময়ে বাতিল হবে হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। বেশ কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে। যেমন মোকামা এক্সপ্রেস কর্ড লাইনে, গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব‌্যান্ডেল-কাটোয়া হয়ে চলবে। এছাড়া শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা, জয়নগর-কলকাতা, আজমগড়-কলকাতা, সীতামারি-কলকাতা, গয়া-হাওড়া, রক্সৌল- হাওড়া, গোরক্ষপুর-কলকাতা ডাউন ট্রেনগুলিকে প্রয়োজন অনুযায়ী কিছুক্ষণের জন্য বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: