তৃণমূল না করলে গুলি করে খুন, বিজেপি বিধায়ককে হুমকি দিয়ে ‘মাওবাদী’ পোস্টার!

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ১৪ জুন ২০২৩: তৃণমূল না করলে গুলি করে খুন! বিজেপি বিধায়ককে হুমকি দিয়ে ‘মাওবাদী’ পোস্টার (Mao poster) মিলল পুরুলিয়ায় (Purulia)। ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) ঠিক আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে।
মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর থেকে। মঙ্গলবার রাস্তার উপর পোস্টারগুলি পড়ে থাকতে দেখা যায়। সাদা কাগজে লালকালিতে লেখা। বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতোকে হুমকি দিয়ে লেখা, তৃণমূল না করলে ৭দিনের মধ্যে গুলি করে খুন করা হবে। আবার কোনও পোস্টারে লেখা, প্রাণে বাঁচতে চাইলে বিজেপিকে একটা ভোটও নয়। পোস্টারের নিচে লেখা, কুমুদরঞ্জন চৌধুরী, হেঁসলা, ঝালদা। সঙ্গে একটি ফোন নম্বরও দেওয়া আছে। পুলিশ তদন্ত শুরু করেছে।