You are currently viewing দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে মহামিছিল

দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে মহামিছিল

মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষের পাশে থাকার বার্তা দিয়ে মায়াবাজার, অর্জুনপুর, পুরষা, অঙ্গদপুর সহ ৫টি গ্রামের বাসিন্দারা বিশাল মিছিল বের করেন।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মঙ্গলবার দেখা গেল রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে মহামিছিল। ডিভিসির তাপবিদ্যুৎ কারখানা ডিটিপিএসের ৪টি ইউনিটই বন্ধ। তাই ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে। অবৈধ দখলদারদের কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিশ পাঠাতেই শুরু হয়েছে গোলমাল।

পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু করেছেন বস্তিবাসীরা। মিছিল করে রাস্তা অবরোধ করেছেন তাঁরা একাধিকবার। এর ফলে নতুন ইউনিট তৈরির কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষের পাশে থাকার বার্তা দিয়ে মায়াবাজার, অর্জুনপুর, পুরষা, অঙ্গদপুর সহ ৫টি গ্রামের বাসিন্দারা বিশাল মিছিল বের করেন।

তাঁদের বক্তব্য, তাঁদের পূর্ব পুরুষের জমিতে ডিটিপিএস গড়ে উঠেছে। তাই যেভাবে হোক নতুন ইউনিট যেন তৈরি হয়, সেটাই চাইছেন তাঁরা। তাঁদের বক্তব্য, নতুন ইউনিট হলে কর্মসংস্থান হবে। এলাকার অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে। তাই পুনর্বাসনের দাবিতে আন্দোলনের জেরে কারখানা সম্প্রসারণের কাজ ব্যাহত হওয়া কিছুতেই মেনে নেবেন না তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও পড়ুন- উচ্চশিক্ষার খরচ জোগাতে সুদীপের ভরসা আদিশক্তি

Leave a Reply