দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: প্রতি বছর পশ্চিম বর্ধমান জেলায় (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের মার্কনি সার্বজনীন দুর্গাপুজো দর্শণার্থীদের কাছে বিশেষ নজর কাড়ে। এই পুজো বরাবর নানা পুরস্কারও পেয়ে থাকে। এবার পুজো পা দিচ্ছে ৬৪ বছরে। এবার থাকছে বিশেষ চমক। মঙ্গলবার হল খুঁটিপুজো।
কখনও গ্রামবাংলার চিত্র আবার কখনও প্রাচীন মন্দিরের আদলে মন্ডপ তৈরি করে দর্শনার্থীদের মন কেড়ে নেয় মার্কনি। এবার কর্ণাটকের হাসান জেলার প্রাচীন বিষ্ণুমন্দিরের আদলে তৈরি হতে চলেছে মার্কনি সার্বজনীন দুর্গাপুজোর মন্ডপ। ব্যয় হবে প্রায় ২৫লক্ষ টাকা। মঙ্গলবার খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের তরফে দেবাশীষ তা বলেন, “আমাদের পুজো এবার ৬৪বছরে পদার্পণ করতে চলেছে। গত ১০ বছর পুজো মন্ডপ একেবারে অন্য ভাবনায় তৈরি হয়েছিল। আমরা নিশ্চিত, এবারেও মানুষের মন ছুঁয়ে যাবে মার্কনির পুজো। জেলার সেরা পুজোর তালিকায় আমাদের পুজো জায়গা করে নেবে বলে আমরা আশাবাদী। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।