দুর্গাপুর দর্পণ, ১৩ জুন ২০২৪: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (DSP) বিশাল দুর্নীতি! ফিনান্স বিভাগের দুই আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডিএসপি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পেনসন খাতে বিপুল অঙ্কের টাকার অনিয়ম হয়েছে। শ্রমিক সংগঠনগুলি সঠিক তদন্ত করে আরও কে কে জড়িত তা খুঁজে বের করে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডিএসপি কর্তৃপক্ষ ফিনান্স বিভাগের ডিজিএম (পি অ্যান্ড এ) পিনাকীরঞ্জন মুখোপাধ্যায় এবং ডেপুটি ম্যানেজার ধ্রুবজ্যোতি রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তাঁদের বিরুদ্ধে মোট প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকা তছরুপের অভিযোগ আনা হয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ডিএসপি কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, নথি জাল করা, ভুয়ো হিসাব দেখানো, অপরাধ মূলক ষড়যন্ত্র প্রভৃতি ধারায় অভিযোগ এনেছেন। জানা গিয়েছে, ২০১৭ সালের পরে অবসর নেওয়া কর্মীদের পেনসন বাবদ ২০২০-২১ সাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত তিন কোটি ৩৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে নথিতে দেখানো হয়েছে।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অডিট সংস্থা এই গড়মিল ধরে ফেলে। তারপরেই সাসপেন্ড করা হয় দুই আধিকারিককে। যদিও একাধিক শ্রমিক সংগঠনের দাবি, সঠিক তদন্ত হলে তছরুপের পরিমাণ আরও বাড়তে পারে। শুধু দুজন আধিকারিক নয়, অভিযুক্তের সংখ্যাও বাড়তে পারে। উপযুক্ত তদন্ত দাবি করেছে সব শ্রমিক সংগঠনই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।