Breaking. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকান্ড দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকান্ড পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। সাইকেলের দোকানে আগুন লাগে। সেই দোকান সহ পাশের একটি গোলদারি দোকানও পুড়ে ছাই হয়ে যায়। এলাকায় থাকা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও ভস্মীভূত হয়ে যায়। পিছনেই রয়েছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে স্বাস্থ্য কেন্দ্রটি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোড এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে যায় পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিন। আগুনের ব্যাপকতা দেখে ফের আরও একটি দমকলের ইঞ্জিন আসে। বেআইনি গ্যাস রিফিলিংয়ের কারবারের জেরেই এই ভয়াবহ ঘটনা, প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ রঞ্জিত খাঁ নামে একজনের সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়। তারপর বিস্ফোরণ ঘটে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল সারাইয়ের দোকানে। আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায় পাশের একটি গোলদারির দোকানও। এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।
গোলদারি দোকানের মালিক মিলন মন্ডলের দাবি, “সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফিলিং করা হয়। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ ঘটনা ঘটে। সাইকেলের দোকান ভস্মীভূত হয়েছে। আমার দোকানের একাংশও ভস্মীভূত হয়েছে।” প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, “আমি ঘটনাটি শুনলাম। স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই ধরণের কাজ বরদাস্ত করা হবে না। আমরা পুলিশের সাথে কথা বলছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
