তুমুল কর্মী বিক্ষোভে উত্তাল কেন্দ্রীয় সংস্থা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট ২০২৩: সম কাজে সম বেতন। ২২ দিনের বদলে ২৬ দিনের কাজ। এই সব দাবিতে শনিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) সিএমইআরআইয়ে (CMERI) গেটের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী ঠিকা কর্মীরা। সিএমইআরআই কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের তরফে বিক্ষোভ হয় এদিন।
ঠিকা কর্মীদের অভিযোগ, ২৬ দিনের বদলে ২২ দিনের কাজের নোটিশ ঝুলিয়ে দিয়েছেন সিএমইআরআই কর্তৃপক্ষ। ইউনিয়নের সম্পাদক মৃণালকান্তি আইচ বলেন, ‘‘আমাদের না জানিয়ে গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ৯৭ জন অস্থায়ী কর্মী বিপাকে পড়েছেন।’’ ঠিকা সংস্থার তরফে জানানো হয়েছে, সিএমইআরআই কর্তৃপক্ষ মাসে ২২ দিনের কাজের টাকা দেবেন বলেছেন। সেটা কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।