মাঝ রাতে বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু হল ডাক্তারি ছাত্রের

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৪ সেপ্টেম্বর ২০২৩: মাঝ রাতে জাতীয় সড়কে বর্ধমানে (Bardhaman) দুর্ঘটনায় মৃত্যু হল ডাক্তারি ছাত্রের। শনিবার গভীর রাতে নবাবহাট মোড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম অভিনীত কুমার (২৪)। বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকজন বন্ধুকে নিয়ে নবাব হাট মোড়ে একটি ধাবায় গিয়েছিলেন তিনি।
রাত বারোটা নাগাদ তিনি জাতীয় সড়ক পারাপার করার সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। মেডিকেল কলেজের হস্টেল ছেড়ে মাঝ রাতে প্রায় পাঁচ কিমি দূরে ধাবায় যাওয়ায় হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।