
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: ইডির বাজেয়াপ্ত করা টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণে গেলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ভোটের বাজারে উনি এটা বলতে পারেন না।
রবিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী মোড়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, প্রাক্তন মেয়র রথীন রায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মীনাক্ষী বলেন,”ভোটের আগে কি কলকারখানা শ্রমিক মজুরদের কথা বলছে তৃণমূল বিজেপি? এই কথা যদি ওরা না বলে তাহলে ওদের বয়কট করুন আর লালঝাণ্ডার পাশে আসুন। রাজ্যের একজন সাংসদও সংসদে গিয়ে গরীব মানুষের কথা তুলে ধরছেন না। ভাইপোকে বাঁচানোর জন্য কেন্দ্রের অনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করছে তৃণমূল। তৃণমূল আর বিজেপির সেটিং ভেঙে দিতে সংসদে দরকার লাল ঝাণ্ডার প্রতিনিধি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#tmc #2024loksabhaelection #TMC #SukritiGhosal