ফুড ফেস্টিভালের জমজমাট অনুষ্ঠানে মাতলেন সরকারি আধিকারিকেরা

ফুড ফেস্টিভালের জমজমাট অনুষ্ঠানে মাতলেন সরকারি আধিকারিকেরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে (উচ্চ মাধ্যমিক) বুধবার স্টুডেন্টস উইকের সমাপ্তি উপলক্ষে মিট দ্য আইকন ও ফুড ফেস্টিভাল এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঞ্জয় পাল, অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা), আব্দুল কালাম আজাদ, কমিশনার, দুর্গাপুর পুরসভা। বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুবসমাজের ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হয়।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের উদ্যোগে একটি ফুড ফেস্টিভাল আয়োজিত হয়। মোট ৩০টি স্টল ছিল। প্রতিটি স্টলে বিভিন্ন ধরনের খাবার ছিল। ঝাল মুড়ি, চাওমিন, ফুচকা, ঘুগনি থেকে শুরু করে তেলেভাজা, পিঠেপুলি। ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে এলাকাবাসীরা এসেছিলেন এই উৎসবে। মেলাকে ঘিরে উন্মাদনা ছিল এলাকাবাসীর মধ্যে। পড়ুয়া কিঞ্জল বাল্মিকী বলেন, “আমি এনেছি স্পেশাল ব্রেড চপ। ভালই বিক্রি হচ্ছে। আমরা এই মেলায় অংশ নিতে পেরে খুব খুশি।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কলিমুল হক বলেন, “ছাত্র সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচী নেওয়া হয়েছিল। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক ও  এলাকাবাসীরাও সামিল হয়েছিলেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
ফুড ফেস্টিভালের জমজমাট অনুষ্ঠানে মাতলেন সরকারি আধিকারিকেরা
News
ফুড ফেস্টিভালের জমজমাট অনুষ্ঠানে মাতলেন সরকারি আধিকারিকেরা
:
ছাত্র-ছাত্রীদের উদ্যোগে একটি ফুড ফেস্টিভাল আয়োজিত হয়। মোট ৩০টি স্টল ছিল। প্রতিটি স্টলে বিভিন্ন ধরনের খাবার ছিল। ঝাল মুড়ি, চাওমিন, ফুচকা, ঘুগনি থেকে শুরু করে তেলেভাজা, পিঠেপুলি।
Published By
Publisher
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!