![music](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-25-at-12.39.10-scaled.jpeg?fit=1024%2C472&ssl=1)
দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সঙ্গীত-সাহিত্যানুরাগী এবং সাংস্কৃতিক সংগঠক প্রয়াত ড. বিমলকান্তি রায়ের স্মরণে সভার আয়োজন করা হয় ২৪ নভেম্বর সন্ধ্যায়। পরিবার ও সুর পরিষদ মিউজিক্যাল একাডেমির উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন আনন্দিতা রায়, বিশ্বায়ন রায়,পর্ণা মুখোপাধ্যায়, কস্তুরী দত্ত, মানসী মুখোপাধ্যায় ও মন্দিরা বন্দ্যোপাধ্যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওই স্মরণ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন প্রিয়ব্রত মুখোপাধ্যায় ও অঞ্জনা দীক্ষিত। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন সমীর রায়, বিথীন রায় ও বিশ্বায়ন রায়। সভায় ড. রায়ের স্মৃতিচারণ করেন পরিমল মুখোপাধ্যায় ও সমীর রায়। উপস্থিত ছিলেন সঙ্গীতাচার্য্য বিমল মিত্র, সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![দুর্গাপুরের সঙ্গীত-সাহিত্যানুরাগী এবং সাংস্কৃতিক সংগঠক প্রয়াত ড. বিমলকান্তি রায়ের স্মরণে সভা](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-25-at-12.39.10-scaled.jpeg?w=180&ssl=1)