প্রয়াত সঙ্গীতজ্ঞ পণ্ডিত দিলীপ দাসের স্মরণে সভা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ১২ এপ্রিল সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী পণ্ডিত দিলীপ দাসের স্মরণ সভা। তিনি ছিলেন একাধারে সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার এবং অসামান্য সঙ্গীত শিক্ষক। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘সুর ও রাগিনী সঙ্গীত শিক্ষাকেন্দ্র’। সহযোগিতা করে প্রেরণা ইন্সিটিটিউট অফ কালচার।
ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বনামধন্য সরোদ শিল্পী পণ্ডিত পার্থসারথী চৌধুরী, বিদূষী মন্দিরা লাহিড়ী (কন্ঠ), জ্যোৎস্না চট্টোপাধ্যায় (কন্ঠ), সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় (তবলা) প্রমুখ এবং সুর ও রাগিনীর শিক্ষার্থীরা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, তবলা শিল্পী দিলীপ মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী নির্মল নাগ সহ কয়েকজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরুণ রায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )