
দুর্গাপুর: একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব শুধু অতীত স্মৃতিকেই জাগিয়ে তোলে না। প্রতিষ্ঠানের বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে তোলে এবং সহযোগিতার বাতাবরণ তৈরি করে। সম্প্রতি Dr. B C Roy College of Pharmacy and AHS (BCRCP & AHS) এর পঞ্চম বর্ষ পুনর্মিলন উৎসব ‘Nostalzik 2K25’ আয়োজিত হল। BCRCP Alumni Association এই উৎসবের আয়োজক। মোট ১৮০ জন প্রাক্তনী এই অনুষ্ঠানে যোগ দেন।কলেজের নেতাজি ওপেন এয়ার অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন এই কলেজের প্রাক্তন ডিরেক্টর ড. সুব্রত চক্রবর্তী, অধ্যক্ষ অধ্যাপক সমীর কুমার সামন্ত, Dr. B C Roy Society এর ট্রেজারার জার্নেল সিং, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিতা সিং, BCRCP Alumni Association এর ড. সুমন্ত কুমার ঘোষ সহ অন্যান্য এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ অধ্যাপক সমীর কুমার সামন্ত। ড. সুব্রত চক্রবর্তী ও জার্নেল সিং তাঁদের বক্তব্যে কলেজ ও প্রাক্তনী সংগঠনের গৌরবোজ্জল অতীতের পাশাপাশি ভবিষ্যৎ আকাঙ্খার কথা তুলে ধরেন। পড়াশোনার প্রতি কলেজের পড়ুয়াদের উৎসাহ বাড়াতে প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে একটি নতুন স্কলারশিপ চালু করার কথা ঘোষণা করেন ড. সুমন্ত কুমার ঘোষ । কলেজ মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা গান, নাচ, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অতিথি শিল্পী সুপ্রতীপ ভট্টাচার্যের সুললিত কণ্ঠের সঙ্গীত মোহিত করে দর্শকদের। BCRCP Alumni Association এর সভাপতি স্বরাজ চ্যাটার্জির ধন্যবাদ জ্ঞাপক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ‘Nostalzik 2K25’ সফল করে তোলার জন্য সকল অংশগ্রহণকারী এবং আয়োজকদের কৃতজ্ঞতা জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
