দুর্গাপুরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণ অনুষ্ঠান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে এবং রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের পরিচালনায় ডিএসপি টাউনশিপের এ-জোন, সানডে ক্লাবের সামনে রাজীব গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী’র প্রয়াণ দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, আইএনটিইউসি নেতা রানা সরকার, রজত দীক্ষিত, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, দুর্গাপুর ২নং ব্লক কংগ্রেস সেবাদলের সভাপতি আইনজীবী রবীন চ্যাটার্জী প্রমুখ। তরুণ রায় বলেন, “বর্তমানে দেশ যে সঙ্কটময় পরিস্থিতি দিয়ে যাচ্ছে, এই সময় আমরা রাজীব গান্ধীর অভাব অনুভব করছি।” অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেন তিনি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

