কলকাতা: কলকাতার বিধান শিশু উদ্যানে শনিবার ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণিজন সংবর্ধনাও দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রয়াত কবি কুমুদরঞ্জন মল্লিকের ৫৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই স্মরণিকা প্রকাশ করা হয়। প্রসঙ্গত, কবির পুত্র জ্যোৎস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক। কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনী পেশার সাথে যুক্ত। কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। কবিতা পাঠ করেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার, দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ। এদিন আইনী জনসচেতনতা কর্মসূচি পালনে সু-পরিচিত ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের পক্ষ থেকে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে ‘পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান’ জানানো হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল, সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।