You are currently viewing উত্তরাখন্ডে সুড়ঙ্গ নির্মাণের কাজে গিয়ে নিখোঁজ ছেলে, দুর্গাপুরে কাঁদছেন বাবা-মা

উত্তরাখন্ডে সুড়ঙ্গ নির্মাণের কাজে গিয়ে নিখোঁজ ছেলে, দুর্গাপুরে কাঁদছেন বাবা-মা

  • Post category:জেলা

কর্মরত বহু পরিযায়ী শ্রমিক সুড়ঙ্গ নির্মাণের সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সুড়ঙ্গ ভেঙে আটকে পড়েছে। 

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ নভেম্বর ২০২৩: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তর কাশিতে নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে আটকে পড়েছেন বাংলার ৩ পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে রয়েছেন হুগলির আরামবাগের জয়দেব প্রামানিকও। জয়দেবের বাবা তাপস প্রামানিক এবং মা তপতী প্রামানিক এখন রয়েছেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের আর্য ভট্ট এলাকায়।

তাঁরা এসেছেন আত্মীয় বাড়িতে কালীপুজো দেখতে। তাপস জানান, গতকাল হুগলির পুড়শুড়া থানার পুলিশ তাঁকে ফোন করে জানায়, তাঁর ছেলে সুড়ঙ্গ নির্মাণের কাজ করার সময় দুর্ঘটনায় জখম হয়েছে। তারপর থেকেই তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন। পরে তাঁরা জানতে পারেন, কর্মরত বহু পরিযায়ী শ্রমিক সুড়ঙ্গ নির্মাণের সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সুড়ঙ্গ ভেঙে আটকে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মা তপতী প্রামানিক ও আত্মীয় পরিজনেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply