জঙ্গীদের টার্গেট বালি ব্রিজ! ধরা পড়ল পাকিস্তানের চর

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ আগস্ট ২০২৩: জঙ্গীদের টার্গেট বালি ব্রিজ! পাকিস্তানের (Pakistan) চর সন্দেহে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছে ভক্ত বংশী ঝা নামে এক যুবক। তার অ্যাপ ঘেঁটে মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য। এরপরেই গোয়েন্দাদের সন্দেহ, আইএসআইয়ের নজর পড়েছে বালি ব্রিজের উপর।
গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতের মোবাইল থেকে হাওড়া ও কলকাতার যোগসূত্র বালি ব্রিজের বিভিন্ন দিকের ছবি উদ্ধার হয়েছে। সেই সব ছবি একটি বিশেষ অ্যাপ ‘সিগন্যাল’ এর মাধ্যমে পাচার করা হয়েছে পাকিস্তানে। বালি ব্রিজ ছাড়াও কলকাতার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার ছবি তাকে তুলে পাঠানোর নির্দেশ দেয় আইএসআই। তবে তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। বালি ব্রিজের নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ধৃত যুবক দিল্লিতে কুরিয়ার কোম্পানিতে কাজ করত। তখন সে আইএসআইয়ের হানি ট্রাপের শিকার হয়। এরপর সে ফিরে আসে হাওড়ায়। অ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করতে থাকে বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও। ওই অ্যাপেই সে ভিডিও ও অডিও কল করত পাকিস্তানে। পুলিশ তাকে জেরা করছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।