You are currently viewing ইসিএলের ডাম্পারের ধাক্কায় মৃত খনিকর্মী, জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ

ইসিএলের ডাম্পারের ধাক্কায় মৃত খনিকর্মী, জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ

দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২১ নভেম্বর ২০২৩: ইসিএলের ডাম্পারের ধাক্কায় মৃত খনিকর্মী। প্রতিবাদে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করলেন স্থানীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডালে। তাঁরা গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য সেখানে বাম্পারের দাবি জানান। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, মৃত খনি কর্মীর নাম গঙ্গারাম রায়(৫৩)। তিনি অন্ডালের ভাদুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তিনি বাইক নিয়ে অন্ডাল মোড়ের সার্ভিস রোড হয়ে অন্ডাল বাজারের দিকে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ইসিএলের একটি ডাম্পার ধাক্কা মারে ওই বাইকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ডাম্পারটিকে আটক করে অন্ডাল থানার পুলিশ। চালক এবং খালাসি পলাতক। দুর্ঘটনার পরে স্থানীয়রা ট্রাফিক ব্যবস্থা জোরদার করা এবং বাম্পারের দাবিতে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করেন। শেষ পর্যন্ত এসিপি (ট্রাফিক) তুহিন চৌধুরী বাম্পারের বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply