দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে এসে বন্যার জন্য ডিভিসিকে দায়ী করলেন মন্ত্রী মলয় ঘটক। ডিভিসি রাজ্য সরকারকে না বলে জল ছাড়ছে। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক বাঁকুড়ার ঘুটগড়িয়া পঞ্চায়েতের সীতারামপুর, মাঝের মানা, বরিশাল পাড়া সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। সেখানেই মন্ত্রী এই অভিযোগ করে। সঙ্গে ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন মন্ত্রী দুর্গত এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার। এরপরেই তিনি বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে একহাত নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেওয়াতেই এত বিপত্তি। তা না হলে এতটা বিপদের মুখে পড়তে হত না সাধারণ মানুষকে। যদিও মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।