দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১০ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হোমের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী মলয় ঘটক। কল্যাণপুর হাউজিং এলাকায় শ্রীমা প্রতিবন্ধী কল্যান কেন্দ্রের উদ্যোগে এই হোম গড়ে উঠবে। বয়স্ক এবং শারীরিক ভাবে অক্ষম মানুষের জন্য এই হোম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিন হোমের জমির সীমানা পাঁচিল নির্মাণ কাজের শিলান্যাস করা হয়। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ তহবিল থেকে ৫ লক্ষ টাকা দিয়েছেন। সেই অর্থে পাঁচিল নির্মাণের কাজ হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে ২০টি ঘর তৈরি করা হবে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।