দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ জুলাই ২০২৪: শনিবার রাতে ব্যাঙ্গালুরুর নার্সিং কলেজের হস্টেলে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এক ছাত্রীর। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে। ছাত্রীর নাম দিয়া মন্ডল। দ্বিতীয় বর্ষের নার্সিংয়ের ছাত্রী ছিল সে। ব্যাঙ্গালুরুর মাদার টেরেসা গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে নার্সিং নিয়ে পড়াশোনা করছিল সে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফোনে কথা হয় তার মায়ের সঙ্গে। তারপর কিভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছে না পরিবার।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মেয়ের মৃত্যুর খবর পেয়ে রাতেই ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন দিয়ার বাবা। রবিবার সন্ধ্যায় তাদের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, সমবেদনা জানান। কী কারনে মৃত্যু, তা জানতে ব্যাঙ্গালুরু প্রশাসনের সাথে কথা বলবেন এবং তদন্তের দাবি জানাবেন বলে জানান। মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করারও আশ্বাস দেন মন্ত্রী। সঙ্গে ছিলেন এসবিসিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।