
দুর্গাপুর: দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ পেয়ে ছুটলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ওই ব্যাঙ্কে ৮ বছর ধরে নির্বাচিত বোর্ড নেই। ফলে নানান সমস্যা দেখা দিচ্ছে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে। সেই সব সমস্যা শুনতে শনিবার সেই ব্যাঙ্কে পৌঁছান মন্ত্রী প্রদীপ মজুমদার। কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্কের ডেভলপমেন্ট অফিসার অশোক কুমার মজুমদার বলেন, “এই ব্যাঙ্কে প্রথম কোনও মন্ত্রী এসেছিলেন। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন। ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে অনেক সময় দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দেন তিনি।” মন্ত্রী বলেন, “আমরা দ্রুততার সাথে নির্বাচন করানোর চেষ্টা করছি। এছাড়া ব্যাঙ্কের তরফে কিছু বিষয় জানানো হয়েছে। সেগুলি পূরণের চেষ্টা করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
