স্কুল থেকে ফেরার পথে অপহরণ, যৌন নির্যাতনে মৃত কিশোরী

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ জুলাই ২০২৩: স্কুল থেকে ফেরার পথে নাবালিকাকে অপহরণ। তারপর চলে যৌন নির্যাতন। বুধবার সকালে মৃত্যু হল ওই কিশোরীর। ভয়াবহ ঘটনাটি ঘটেছে কোচবিহারে (Cooch Behar)। স্কুল থেকে ফেরার পথে খেপাইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ১৮ জুলাই নবম শ্রেণির ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছিল ৫ যুবক।
২১ জুলাই কিশোরীর খোঁজ মেলে একটি বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসকরা জানান, নির্যাতনের জেরে কোমায় চলে গিয়েছে নাবালিকা। বুধবার সকালে এমজেএন হাসপাতালে মৃত্যু হয় কিশোরীর। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত কিশোরীর উপর যৌন নির্যাতন চালানোর সময় কিশোরীর ব্রেনে অক্সিজেন সরবরাহ কমে যায়।
কোমায় চলে যায় সে। পুলিশ মূল অভিযুক্ত বাপ্পা বর্মন এবং তার সাগরেদ সত্য সরকার, মৃণাল সরকার, সুমন সরকার ও সুশান্ত দাসকে গ্রেফতার করেছে। বাপ্পা ওই নাবালিকার গ্রামেরই বাসিন্দা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।