![accident](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/01/accident.jpeg?fit=1024%2C1024&ssl=1)
বেপরোয়া গতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপুকে ধাক্কা মারে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৩১ জানুয়ারি ২০২৪: সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু নাবালিকার। প্রতিবাদে ট্রাক জ্বালিয়ে অবরোধে নামলেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগড়ে দেন তাঁরা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার লোহাগুড়ি এলাকার ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকার নাম অপু ঘোষ (১৭)। একাদশ শ্রেণীর ছাত্রী। কাঁকসার রক্ষিতপুরের বাসিন্দা। বুধবার রাত পৌনে আটটা নাগাদ সে ও তার এক বন্ধু, দুজনে দুটি সাইকেলে করে মলানদিঘি এলাকায় টিউশন থেকে বাড়ি ফিরছিল। তখনই কাঁকসার লোহাগুড়ি এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে এবং সিমেন্ট বোঝাই ট্রাকটি জ্বালিয়ে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতার কাকা দেবপ্রকাশ ঘোষ অভিযোগ করেন, পুলিশের গাফিলতির জেরে তাঁদের মেয়ের মৃত্যু হল। ভারি গাড়ির যাতায়াতের জেরে সবাইকে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাঁদের। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।