পাণ্ডবেশ্বর: নিরাপত্তা রক্ষীদের বন্দি করে দুঃসাহসিক ডাকাতি কোলিয়ারিতে। নিরাপত্তা রক্ষীদের মারধর করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে বন্দি করা হয়। এরপর সিসি ক্যামেরা খুলে দিয়ে ডাকাতি করল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বরের তিলাবনিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ১৫-২০ জনের দুষ্কৃতী দল নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হয়। মারধর করে কেড়ে নেওয়া হয় তাঁদের মোবাইলগুলি। এর পর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নিরাপত্তা রক্ষী ও ইসিএলের কর্মী, মোট ১২-১৩ জনকে বৈদ্যুতিক সরঞ্জামের ঘরে বন্দি করে তান্ডব চালায় দুষ্কৃতীরা। প্রায় দু’লক্ষ টাকার সামগ্রী পিকআপ ভ্যানে চাপিয়ে চম্পট দেয় তারা। খুলে নিয়ে চলে যায় সিসি ক্যামেরাও।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। নিরাপত্তারক্ষী সমীরণ মুখার্জির অভিযোগ, “আমরা ৪ জন নিরাপত্তা রক্ষী রাত ৩টের সময় বিস্কুট ও জল খাচ্ছিলাম। তখনই ২৫ থেকে ৩০ জনের একটি দুষ্কৃতী দল আমাদের উপর হামলা চালায়। মারধর করে। কেড়ে নেয় মোবাইল। তারপরে আমাদের চারজন নিরাপত্তা রক্ষী সহ ইসিসিএলের আট জন কর্মীকে বন্দি করে ডাকাতি করে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।