দুর্গাপুর দর্পণ ডেস্ক: অক্ষয় কুমারের ‘স্পেশ্যাল ২৬’ নিশ্চয়ই দেখেছেন। ভুয়ো সিবিআই সেজে কী ভাবে রেড করে একের পর এক ব্যবসায়ীর সম্পত্তি লুঠ করত একদল দুষ্কৃতী, তা দেখানো হয় ওই সিনেমায়। কর্নাটকে এবার তেমনই এক ঘটনা ঘটল। ইডি আধিকারিকের পরিচয় দিয়ে একদল দুষ্কৃতী এক সম্ভ্রান্ত বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৩০ লক্ষ টাকা ও কিছু গয়না লুঠ করল। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলায় গত ৩ জানুয়ারি মেঙ্গালুরু সিঙ্গারি বিড়ি ওয়ার্কস কোম্পানির মালিক হাজি এন সুলেমানের বাড়িতে ছয় প্রতারক হাজির হয়। ভুয়ো পরোয়ানা দেখিয়ে তল্লাশি শুরু করে তারা। ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩০ লক্ষ টাকা ও কিছু গয়না হাতিয়ে নেয়। বেঙ্গালুরুর ইডি অফিসে গিয়ে উপযুক্ত নথি দেখিয়ে ওই টাকা ফেরত নিতে হবে বলে জানিয়ে বেরিয়ে যায় প্রতারকেরা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ইডি এমন কোনও অভিযান চালায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।