September 29, 2023

সিউড়িতে ব্যাঙ্ক খুলতেই গ্রাহকের বেশে ঢুকল দুষ্কৃতীরা, তারপর?

দুর্গাপুর দর্পণ, সিউড়ি, ১৩ জুন ২০২৩: ব্যাঙ্ক খুলতেই গ্রাহকের বেশে ঢুকল দুষ্কৃতীরা। বীরভূমের (Birbhum) সিউড়িতে মঙ্গলবার সকালের ঘটনা। সিউড়ি রবীন্দ্রপল্লিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে এদিন সকালে গ্রাহক সেজে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। ভয় দেখিয়ে ব্যাঙ্কের কর্মী, আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে দেয় তারা।

এরপর লুঠপাট (Bank robbery) চালিয়ে পালায় তারা। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে পালায় দু্ষ্কৃতীরা। ব্যাঙ্কে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। দুষ্কৃতীরা মোট ৬জন ছিল বলে জানা গিয়েছে। দুটি ব্যাগে নগদ টাকা ও ভল্ট থেকে গয়না বের করে ভরে নেয় তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাকা চেকিং চলছে। আশপাশের জেলার থানাগুলিতেও খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: