দুর্গাপুরে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দিল দুষ্কৃতীরা
দুর্গাপুর দর্পণ, ৮ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে বিজেপির কার্যালয় পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে। ২৬ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এবিএল মোড়ে বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে শুক্রবার ভোরে। ভাঙচুর করা হয় টালির চাল। পুড়িয়ে দেওয়া হয় বিজেপির দলীয় পতাকা।
শনিবার সকালে এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। বর্ধমান-দুর্গাপুর বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তরুণ দাসের অভিযোগ, লোকসভা জয় না পেলেও দুর্গাপুর পশ্চিম এবং পূর্ব বিধানসভার অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তাই বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে। পুরসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, বিজেপি বর্ধমান-দুর্গাপুর লোকসভায় বিপুল ভোটে হেরেছে। তার পর থেকে বিজেপির আদি-নব্যের দ্বন্দ্ব আরও প্রসারিত হচ্ছে। সেই দ্বন্দ্ব থেকেই এই অগ্নিকাণ্ড। অন্তর্দ্বন্দ্ব চাপা দিতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।