দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ অক্টোবর ২০২৩: পুজোর মুখে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি সংলগ্ন কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটল। বুধবার সকালে একটি দোকানের মালিক দোকান খুলতে এসে দেখেন, অ্যাসবেস্টস এর ছাদ কাটা। ভিতরে ঢুকে বুঝতে পারেন, সেখান দিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে ক্যাশবাক্স থেকে নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। আরও কয়েকটি দোকানেও দুষ্কৃতীরা চুরি করে।
খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। ভোরের দিকে দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে অনুমান স্থানীয়দের। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এর আগেও একাধিকবার অন্ডালের বিভিন্ন প্রান্তে দোকানে ও বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। পুজোর মুখে ফের চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। পুলিশের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।