সবে মনোনয়ন জমা শেষ হয়েছে, তার পরেই সিপিএম প্রার্থীর বাড়ি ঘিরে ফেলল ওরা

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৬ জুন ২০২৩: মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব সবে শেষ হয়েছে। এরপরেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার দুই সিপিএম প্রার্থীর বাড়ি বয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তৃণমূলের ২৫-৩০ জন গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। শুক্রবার সকালে মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ করে সিপিএম। তৃণমূল অভিযোগ মানতে চায়নি।
পুলিশের কাছে লিখিত অভিযোগে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী স্বপন ডোম এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী রিঙ্কু ডোমের স্বামী বিশ্বজিৎকে হুমকি দেওয়া, বাড়ির মহিলাদের গালিগালাজ করা, অশালীন ইঙ্গিত করা হয়। এমনকি শুক্রবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করা হলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।