দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ মার্চ ২০২৪: হাতে মোবাইল ফোন নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন বা কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে যাচ্ছেন। পাশ থেকে বাইকে করে এসে ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী। বা, রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে গল্প করছেন কোনও মহিলা। এক কায়দায় দুষ্কৃতীরা এসে হার ছিনতাই করে চম্পট দিল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে এমন ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
সম্প্রতি লিংক রোডে এক ব্যক্তির হাত থেকে দুষ্কৃতীরা মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রবিবার ডিএসপির টাউনশিপের এস এন ব্যানার্জি রোড এলাকায় স্কুটিতে আমিয়ে মোবাইলে কারোর সঙ্গে কথা বলছিলাম কাণ্ডেশ্বরের মৌমিতা ব্যানার্জি। আচমকা ভাইকে করে দুষ্কৃতীরা এসে তার হার ছিনতাই করে নিয়ে পালায়।
মৌমিতা ব্যানার্জি জানান, এদিন সকালে স্কুটি নিয়ে এসএন ব্যানার্জী এলাকায় এসেছিলেন কাজে। সেখানেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তখনই দুজন তাঁর কাছে এসে বাইক থামায়। নিমেষের মধ্যে গলার সোনার হার টেনে ছিঁড়ে নিয়ে পালায়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।