Durgapur: টাকা ফেরত চাইতেই তৃণমূল কর্মীর বাড়িতে পড়ল বোমা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুন ২০২৩: কয়েক বছর আগে পাড়ার যুবক মেঘনাদ গড়াইকে কিছু টাকা ধার দিয়েছিলেন তৃণমূল কর্মী পরিমল রায়। বুধবার সেই টাকা চাইতেই ধুন্ধুমার কান্ড ঘটে যায়। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির দেবীনগর এলাকার ঘটনা। রাতে পরিমলের বাড়িতে বোমা পড়ে। কাচের জানলা ভেঙে পড়ে। ছোড়া হয় ইট পাটকেল। দেওয়া হয় হুমকি। সেই সময় পরিমল বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী ও অসুস্থ মেয়ে তাঁকে ফোন করে সব জানান। তিনি দ্রুত বাড়ি এসে খবর দেন পুলিশকে।
পরিমল জানান, বকেয়া টাকা ফেরত চাইতে গেলে মেঘনাদ বলে, টাকা দেবে না। পরিমল যেন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ওয়ার্ড কনভেনার গৌরাঙ্গ বাগদি ও বিট্টু সান্যালের সঙ্গে কথা বলেন। পরিমল জানান, তিনি ব্যক্তিগত ভাবে টাকা দিয়েছেন। ফেরত নিতে পার্টি অফিসেে কেন যাবেন? এরপরেই দু’জনের হাতাহাতি শুরু হয়। পাড়ার লোকজন ছাড়িয়ে দেন। পরিমলের অভিযোগ, রাতে গৌরাঙ্গ ও বিট্টুর অনুগামীরা তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ উড়িয়ে গৌরাঙ্গ অবশ্য জানান, পুলিশ তদন্ত করুক। তাহলেই সব প্রকাশ্যে আসবে।